Welcome To My Technology Blog

Md. Asadul islam: November 2011





Thursday, November 24, 2011

ছুটি নিন..PC একাই Refresh হবে..

আপনার কম্পিউটার অটো রিফ্রেশ সিস্টেম চালু করতে প্রথমে start এ ক্লিক করুন।।এবার Run
এ ক্লিক করুন।।টাইপ করুন regedit এবার Enter বাটন প্রেস করুন...Registry Editor নামে এক টা Window আসবে...এবার ক্লিক করুন HKEY-LOCAL-MACHINE এ।।এবার ক্লিক করুন SYSTEM এ।।এবার ক্লিক করুন CurrentControlSet এ।।এবার Control থেকে Update এ ক্লিক করুন।।এবার পাশের বক্সে UpdateMode এ ক্লিক করুন।।একটি Window নতুন আসবে যেখানে 1 লেখা থাকবে.. 1 মুছে 0 লিখে OK ক্লিক করুন...computer রি স্টার্ট করে দেখুন অটো রেফ্রেশ...
ভাল থাকবেন।।আল্লাহ হাফেয।।

মোবাইল চোরকে আটকে দিন বাংলাদেশে ব্যবহার উপযোগী সফটওয়্যার দিয়ে…


আজ আমি এমন একটা সফট এর কথা জানাব যেটা আমাদের বাংলাদশের প্রতিটা মোবাইল ব্যবহারকারীদের এর জন্যফরজ সফটওয়্যারটির নাম “FindMe” আর এটা জাভা অথবা সিম্বিআন অপারাটিং সিসটেম এর যে কোন মোবাইল কাজ করবে এটা মোবাইল ইন্সটল করে নিলে আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা আমাদের দেশের অন্ধকার রাস্তায় দাড়িয়ে থাকা ফকিরনির ছেলেরা যদি চায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে।কারন আপনি যখন সফটটা মোবাইল ইন্সটল করে সেটিং যাবেন তখন আপনার কাছে তিনটা জিনিস চাবে একটা হল অলটারনেট মোবাইল নাম্বার, আর একটা হল ইমেইল এড্রেস আর একটা হল পাসওয়ার্ড
এবার বলি এটা কিভাবে কাজ করবে-
আপনার মোবাইলে যদি অন্য কোন সিম ঢোকানো হয় তাহলে সাথে সাথে ম্যাসেজ চলে যাবে নাম্বারে যেটা আপনি এই সফট টা মোবাইলে ইন্সটল করার সময় দিয়েছিলেন আর মেইল চলে জাবে ইমেইল অ্যড্রেসে যেটা আপনি দিয়েছিলেন মেসেজে এবং ইমেইলে চোর আপনার মোবাইলে এখন যে সিম ডুকিয়েছে তার নাম্বার চলে আসবে, আর আপনার মোবাইল ততক্ষন কাজ করবেনা যতক্ষন আপনার দেয়া পাসওয়াড না দেয়া হবে আর শুধু সাইরেন বাজাতেই থাকবে (মেসেজ আর মেইল কিন্তু ঠিকই চলে আসবে আপনার দেয়া নাম্বারে ) আর বাংলাদেশ বান্ধব এই সফটওয়্যারটি পাবেন Nokia Ovi তে 
সফটওয়্যারটির ইন্টারফেস অনেকটা এরকম-
আমি আমার Nokia C-5 & Nokia N73 এই দুইটাতেই ব্যাবহার করছি,A new SIM card has been detected!
Your phone is currently being used with this phone number: +8801925146273 .এরকম একটা মেইল চলে যাবে আপনার দেয়া এড্রেসে,মোবাইল এর মেসেজটা ডিলিট করে দিয়েছিলাম তাই দেখাতে পারলাম না

Wednesday, November 23, 2011

ভাইরাসের কারনে আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা দেখে নিন, কাজে লাগতেও পারে


সবাই কেমন আসেন আশা করি ভালই আসেন


ভাইরাস কে চিনিনা এমন মানুষ খুব কম আছে। ভাইরাস এর কারনে pc অনেক সমস্যা হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বেশী যে সমস্যা যেটা হয় তা হল কিছু দিন পর পর pc তে windows সেটআপ দিতে হয়। তাই এটা থেকে মুক্তির একটা ছোটো tips  আপনাদের সাথে share করছি windows সেটআপ দেবার আগে এই টিপস টি একটু পরখ করে নিন কাজে লাগতেও পারে। ভাইরাসের কারনে যদি আপনার কম্পিউটারের কোন সিস্টেম ফাইল নষ্ট হয়ে যায়, তখন উইন্ডোজ চলতে বাধাগ্রস্হ হয় এবং আপনার যদি অরিজিনাল উইন্ডোজ ফাইলগুলিকে ফিরিয়ে আনা দরকার হয়ে পড়ে এজন্নে আপনি প্রথম start মেনু তে যান এইবার টাইপ করুন run এইবার run মেনু তে টাইপ করুন sfc /scannow এখন windows xp ডিস্ক ঢুকান

উইন্ডোজ সব ফাইলগুলি কে চেক করবে (মিসিং, করাপ্টেড ইত্যাদি) এবং সেগুলিকে অরিজিনাল ফাইল দিয়ে রিপ্লেস করবে। কাজেই আপনার উইন্ডোজ আবার ফ্রেশ বা ক্লীন হয়ে যাবে (আশা করা যায়)
আপনার pc ফরম্যাট দেবার দরকার হলে আগে এই টিপস টি একটু দেখে নিবেন