Welcome To My Technology Blog

ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন …ওয়াইম্যক্স মডেম দিয়ে, আনলিমিটেড ডাউনলোড.





Tuesday, April 24, 2012

ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন …ওয়াইম্যক্স মডেম দিয়ে, আনলিমিটেড ডাউনলোড.


খুব সহজে বলতে হলে, আপনার অ্যাকাউন্ট যদি "suspended" হয়ে থাকে তাহলে আপনি আর ব্যাবহার করতে পারবেন না।
তবে, আপনি যদি প্রিপেড গ্রাহক হন, এবং আপনার কার্ড-এর "usage limit"  যদি শেষ হয়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্ট-টি
ঠিকই "connect" হবে, কিন্তু আপনি কোন ইন্টারনেট পাবেন না। এর বদলে, "Qubee" ওদের একটি পেজ-এ নিয়ে যাবে। এমতাবস্থায়, আপনি নিচের দাওয়া সফটওয়্যার ব্যাবহার করে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
অথবা, আপনি যদি পোস্টপেড গ্রাহক হন, কিন্তু আপনার বিল ঠিক সময়ে না পরিশোধ করায়, আপনার মডেম connect  হবে, কিন্তু আপনি কোন ইন্টারনেট পাবেন না। এর বদলে, "Qubee" ওদের একটি পেজ-এ নিয়ে যাবে। এমতাবস্থায়, আপনি নিচের দাওয়া সফটওয়্যার ব্যাবহার করে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
আপনি যদি Banglalion গ্রাহক হন এবং আপনি উপরোক্ত অবস্থায় থাকেন, তাহলে নিচের সফটওয়্যার-টি কাজ করবে।



*এটি উভয়  prepaid ও postpaid গ্রাহক-রা ব্যবহার করতে পারবেন।
প্রথমত, আমি বাংলা খুব একটা লিখি না তাই ভুল ভ্রান্তি মাফ করবেন। দ্বিতীয়ত, আমি এটি করার জন্য অনেক কষ্ট করেছি, তাই দয়া করে ধন্যবাদ দিলে খুশি হবো এবং আপনি যদি আপনার ব্লগে আবার পোস্ট করেন, তাহলে দয়া করে আমার নাম লিখবেন।
আমি এই পদ্ধতিতে গত ৬ মাস ধরে ইন্টারনেট ব্যাবহার করছি কোন বিল না দিয়ে এবং কোন সমস্যা ছাড়া। (যদিও ইন্টারনেট ব্রাওজিং মাঝে মাঝে একটু সমস্যা দেয়, Youtube video ও  যে কোন ডাউনলোড অস্বাভাবিক ভালো। এখন আপনিও করতে পারেন। এই পদ্ধতিতে আপনি নিম্নে ৫১২ কেবিপিএস এবং সরবচ্চ ১/২ এমবিপিএস পাওয়া সম্ভব। এটি আপনার RSSI এবং CINR Signal Strength এর উপর নির্ভর করে।
এখানে কি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত একদম নিচে লেখা আছে।
প্রথমে এই লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে রেখে দিন। আমাদের এটি পরে লাগবে।
Qubee Hack
Password: qubee
১। প্রিপেড গ্রাহকদের জন্য নিয়মাবলী
দয়া করে, এই নিম্নে লেখা কিছু করার আগে, আপনার নিজ নিজ username ও password সংরক্ষিত করে রাখুন।
ক। আপনার যদি USB মডেম থাকে, তাহলে আপনার মডেম অপশন-এ গিয়ে
Username: qubee@qubee.com.bd  ও Password: prepaid

লিখে Connect বতাম ক্লিক করুন।
এইবার আপনি যদি কোন ইন্টারনেট ব্রাউজার খুলে, যে কোন ওয়েবসাইট-এ জান, আপনার সেই ওয়েবসাইট না এসে আপনাকে বিল দাওয়ার জন্য একটি পেজ আসবে।
(এরপর “গ” থেকে পরুন)
অথবা
খ। আপনার যদি বড় Gigaset মডেম থাকে, তাহলে, আপনার ইন্টারনেট ব্রাউজার খুলে, নিম্নের এই অ্যাড্রেসে যান,
http://192.168.3.1/
তারপর OK ক্লিক করুন।
“Advanced Settings” ক্লিক করুন
তারপর, “Wimax Configuration” ক্লিক করুন
তারপর,
Username: qubee@qubee.com.bd  ও Password: prepaid

লিখে OK  বতাম ক্লিক করুন।
এবার, “Administration” ক্লিক করে “restart” ক্লিক করুন,
তারপর, প্রতিবার “OK” চাপ দিয়ে, আপনার মডেম,  restart ও connect হবার জন্নে ২ মিনিট সময় দিন।
এইবার আপনি যদি কোন ইন্টারনেট ব্রাউজার খুলে, যে কোন ওয়েবসাইট-এ জান, আপনার সেই ওয়েবসাইট না এসে আপনাকে বিল দাওয়ার জন্য একটি পেজ আসবে।
(এরপর “গ” থেকে পরুন)
গ। এইবার পুরবে ডাউনলোড করা ফাইলটি extract করুন
“Qubee Hack” আইকনটি “Right-click” করে “Run As Administrator” ক্লিক করে “continue” বা “Yes” চাপুন।
এরপর আবার “yes” চাপুন।
এবার Task Bare হাতের ডান দিকে নিচে দেখতে পাবেন একটি লাল রঙের আইকন, এটি “Double-click” করুন এবং “Unblock” বা "Allow access" চেপে “yes” চাপুন।
এরপর একটি window আসবে, যেটি পরলে বুঝবেন যে Connect হচ্ছে।
আপনার এখন কিছু করতে হবে না, যখন window-টি, একাই নিচে চলে যাবে, আপনি “connected” হয়ে গিয়েছেন।
এখন আপনার ব্রাউজার বা “torrent” খুলে internet browse বা download শুরু করুন।
২। Postpaid গ্রাহকদের জন্য নিয়মাবলী
যেহেতু Postpaid গ্রাহক রা একবার বিল দিলে সারা মাস চলে। আপনাদের নিয়মটা হাল্কা ভিন্ন।
সাম্নের মাসে আর বিল দিবেন না, তারপর দেখবেন ১০-১৫ দিন পর আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং আপনি কোন ওয়েবসাইট-এ গেলে আপনাকে বিল দাওয়ার একটি পেজ-এ নিয়ে জাচ্ছে।
এই অবস্থা থেকে আপনি, “গ”-এর নিয়মাবলী অনুসরণ করুন এবং আর বিল দাওয়া পুরোপুরি বন্ধ করুন।
অথবা,
আপনার অ্যাকাউন্ট যদি পুরোপুরি "suspended" হয়ে থাকে, বা "connect"-ই না হয়, তাহলে
"প্রিপেড" গ্রাহকদের নিয়মাবলী অনুসরণ করুন।
শেশ কথাঃ
কোন সমস্যা হলে, নিচে লিখুন এবং আমি সাহায্য করবো।
খুব ছোট করে বলতে হলে,
আপনাকে Qubee বিল দাওয়ার পেজ-টি, captive firewall, দিয়ে করে। এর জন্য udp protocol-এ port 53 খোলা রাখতে হয়, আর আমি খুব simply সব internet traffic udp 53 দিয়ে নিচ্ছি, আর তাই আপনি ইন্টারনেট পাচ্ছেন।

আমি নিজে Qubee পোস্টপেড ব্যাবহার করি।

* 32-bit user-রা   যারা "connected" 
পাচ্ছেন কিন্তু, ব্রাউজার খুললে "server not found" পাচ্ছেন, তাদের জন্য একটি অস্থায়ী শমাধান দাওয়া হোল। 
এটি ডাউনলোড করে extract করুন। তারপর "Reinstall Tap Driver" Right-click করে, "Run as Administrator"-এ ক্লিক করুন। এরপর, আবার লাল রঙের "Qubee hack" আইকনটি double-click করে, connect করুন।
64-bit user-রা এটি ডাউনলোড করুন। 
 এটি ডাউনলোড করে extract করুন। তারপর "Install" Right-click করে, "Run as Administrator"-এ ক্লিক করুন। এরপর, আবার লাল রঙের "Qubee hack" আইকনটি double-click করে, connect করুন।

কোন সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন। ধন্যবাদ. 

1 comment: