Welcome To My Technology Blog

Md. Asadul islam: May 2012





Thursday, May 3, 2012

আপনার অনেক কষ্টে মিডিয়াফায়ারে আপলোডকৃত ফাইলগুলি কি ডিলিট করে দিচ্ছে?

আপনারা অনেকেই সোপা-পিপার নাম শুনে থাকবেন। যার কার্যকারীতা বর্তমানে বন্ধ হলেও FBI এর ভয়ে অনেক ভাল ভাল ফাইল সেয়ারিং সাইট ফাইল সেয়ারিং সিস্টেম বন্ধ করে দিচ্ছে। ফলে সাধারণ জনগনের ফাইল সেয়ারিং বেশ কষ্টকর হয়ে পড়েছে। এখন বর্তমানে ফাইল সেয়ারিং এর জন্য আমাদেরকে মিডিয়াফারের সম্মুখিন হতে হচ্ছে। কিন্তু ইদানিং তারাও FBI এর ভয়ে তাদের সার্ভারে পাইরেটেড ফাইলগুলির কপি মুছে দিচ্ছে। ফলে এত কষ্টে আপলোড করা ফাইলগুলি নিমিষেই গায়েব হয়ে যাচ্ছে। এই সমস্যাটি তখনই হয় যখন আপনি কোন পাইরেটেড ফাইল আপলোড করার পর সেটি সবার সাথে সেয়ার করেন। অর্থাৎ আপনার আপলোডকৃত পাইরেটেড ফাইল যখন বিভিন্ন আইপি থেকে ডাউনলোড করা হচ্ছে। তখন মিডিয়াফায়ার এই ফাইলগুলি মুছে দিচ্ছে। এই সমস্যার পুরোপুরি কোন সমাধান না পাওয়া গেলেও লিংকগুলিকে দীর্ঘস্থায়ী করার জন্য একটি উপায় আছে। আসুন জানা যাক-
LeechMF নামক একটি সাইট এই সুবিধা দিচ্ছে। তারা মিডিয়াফায়ার থেকে ডাউনলোডের জন্য এক ধরণের বিশেষ স্ক্রিপট ব্যবহার করে। এই স্ক্রিপটিতে একটি ষ্টাটিক আইপি ব্যবহার করা হয়। এই সাইটে মিডিয়াফারের লিংকগুলি সাবমিট করলে তারা আপনাকে ওই লিংকগুলির পরিবর্তে তাদের সাইটের লিংক বানিয়ে দিবে। এবং যখন কেউ তাদের দেয়া ওই লিংকগুলিতে ক্লিক করবে তখন তারা মিডিয়াফায়ার থেকে তাদের ষ্টাটিক আইপি থেকে আপনাকে ডাইরেক্ট ডাউনলোড লিংক প্রদান করবে।

কিভাবে মিডিয়াফায়ারের লিংকগুলিকে দীর্ঘ স্থায়ী করবেনঃ

১। প্রথমে আপনার মিডিয়াফায়ার একাউন্টে, সেয়ার করতে চান এমন ফাইলগুলি আপলোড করুন।
২। আপলোড শেষে আপলোডকৃত ফাইলগুলির লিংকগুলি কপি করুন।

৩। এখানে ক্লিক করে LeechMF সাইটে ঢুকুন।
৪। Insert your link here( Mediafire link only.) বক্সটিতে আপনার মিডিয়াফায়ারের লিংকগুলি পেষ্ট করুন। এবং Protect Mediafire Links এ ক্লিক করুন।

৫। ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। নিচের Your protected links will appear below. বক্সটিতে নতুন লিংকগুলি দেখতে পাবেন।

৫। এখন বক্সটি থেকে নতুন লিংকগুলি কপি করুন আর যেকোন খানে নির্ভয়ে ফাইল সেয়ার করুন।
হ্যাপি ফাইল সেয়ারিং
ভাল থাকুন।

Wednesday, May 2, 2012

চুরি হয়ে যাওয়া ল্যাপটপ/মোবাইল এবং চোরকে কিভাবে খুঁজে পাবেন?

আসালামুওয়ালাইকুম সবাইকে, আমাদের দৈনন্দিন জীবনে ল্যাপটপ/নোটবুক বিভিন্ন কাজে ব্যাবহার করি। আমাদের অতি প্রয়োজনীয় তথ্য, ছবি, ভিডিও ইত্যাদি রাখি। তখন কি হবে যখন সেই ল্যাপটপটিকে আপনি হারিয়ে ফেলবেন অথবা, কেউ চুরি করে ফেলবে। তাই আপনাদের জন্য আমার এই পোস্ট।
প্রে-প্রজেক্ট একটি সফটওয়্যার এবং অনলাইন ট্র্যাকিং টুল যা কিনা আপনাকে এই চিন্তা থেকে মুক্তি দিবে, এবং আপনাকে আপনার হারিয়ে যাওয়া ল্যাপটপ/আইফোন/এন্ড্রোয়েড মোবাইল খুঁজে দিতে সাহায্য করবে। এমনকি জিপিএস্‌, ওয়েবক্যাম ব্যাবহার করে আপনি অপরাধীকে সনাক্ত করতে পারবেন।

ব্যাবহারবিধিঃ
১. আপনাকে সফটওয়্যারটি আপনার ল্যাপটপ/আইফোন/এন্ড্রোয়েড ইন্সটল করতে ডাউনলোড লিঙ্কে ক্লিক করুনঃ http://preyproject.com/
২. এখন প্রে-প্রোজেক্ট সাইটে রেজিস্টার করুন।
৩. কি কি সুবিধা পাবেনঃ http://preyproject.com/#description
৪. ভিডিও ইন্সট্রাকসনঃ http://vimeo.com/18728980
আপনি ভিডিও ইন্সট্রাকশন ফাইল থেকে এর ব্যাবহারবিধি জেনে নিতে পারবেন অতি সহজেই।
আশা করি এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ …

গ্রামীনফোনে বিনা পয়সায়/মেগাবাইটে আনলিমিটেড ডাউনলোড না দেখলে মিস করবেন ।

আস্সালামু আলাইকুম 

, কিভাবে বিনা খরচে আনলিমিটেড ডাউনলোড দিতে হয় । এর জন্য আপনাকে কোন সফ্টওয়্যার ইন্স্টল করতে হবে না শুধু আপনার ইন্টারনেট সেটিংস টা পরিবর্তন করতে হবে মাএ। আপনার ইন্টারনেট সেটিংস এ ডাউনলোড/ব্রাউজিং প্রক্সি এড্রেস হিসেবে 076.073.016.123 এবং পোর্ট হিসেবে 80 এবং হোমপেইজ হিসেবে http://wap.gpworld.com সেট করুন । এবার হোমপেইজ এ ভিজিট করুন । আপনি দেখতে পাবেন হোমপেজ এ প্রথমেই একটি বক্স এসেছে । এই বক্সে আপনর ডাউনলোড করার ওয়েব সাইট লিংকটি/ ডাউনলোড লিংকটি দিন এবং go এ ক্লিক করুন । এবার দেখুন মজা কিভাবে গ্রামীন ফোনে আনলিমিটেড ডাউনলোদ হয়। 

এবার ডাউনালো করুন আনলিমিটেড ফুল স্পিডে। 
আমি আমার ফোন Sympony তে অলরেডি 1 জিবি ডাউনালোড করে ফেলেছি । আর হ্যা মাঝে মধ্যে চার পাচ কেবির জন্য কিছু টাকা কাটতে পারে ।  বিঃদ্রঃ রিস্ক আপনার । কিন্তু আমি এখনো কোন সমস্যায় পরিনি ।

অডিও মোবাইলে ভিডিও চালান!!! না দেখলে ১০০% চরম মিস করবেন।

আসসালামু আলাইকুম।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট শুরু করছি
প্রথমে আপনাকে দুটি সফটওয়ার ডাউনলোড করতে হবে।
সফটওয়ার দুটির দাম, ১ম টি-  ১৭.৫ ডলার।
আর ২য় টি- ৭৬ ডলার।
না ভাববেন না। আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না।
আমি আপনাদের জন্য নিয়ে আসেছি একদম বিনামূল্যে।
নিচের দেওয়া দুটি লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।


১ম সফটওয়ার টি ডাউনলোড করার পর ওপেন করন।
ওপেন হওয়ার পর Save downloaded file in এ আপনার সফটোয়ার টি কোথায় সেভ করবেন সেটি  browser  করে দেখিয়ে দিন।
তারপর নেক্সট বাটনে ডাউনলোড চাপুন।
নিচের স্ক্রীন শট টি দেখুন।

কিছুক্ষন অপেক্ষা করুন।
ফুল ডাউনলোড হলে সফটওয়ারটি ইন্সটল করুন।

ইন্সটল হয়ে গেলে সফটওয়ার টি ওপেন করুন।
এখন যে ভিডিও টি চালাতে চান সেটি Open করুন।
Output Rat এ 5.00  দিন।
Run বাটনে চাপুন।
নিচের স্ক্রীন শট টি দেখুন।


এখন নিচের মত আসবে।

এখানে Setup এর জাইগায় ৫০ সিলেক্ট করুন।
To Folder এর জাইগায় কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন।(যেখানে সেভ করবেন সেখানে একটি ফোল্ডার বানিয়ে তার ভিতর সেভ করুন)
এখন Run এ ক্লিক করুন।

ফটো গুলু capture হয়ে সেভ হবে।

এখন ২ য় সফটওয়ার টি সেটাপ দিন।
সেটাপ হয়ে গেলে সফটওয়ার ট ওপেন করুন।
Create New Animation বাটনে ক্লিক করুন।
কোন বক্স আসলে ক্লোস করুন।
এখন Ctrl+O চাপুন অথবা File-open ক্লিক করুন।
এখন যে ফোল্ডার টি তে আপনি ছবি গুলু সেভ করেছিলেন সেই ফোল্ডারটি ওপেন করে Ctrl+A দিয়ে সব গুলু ছবি ওপেন করুন। ছবি গুলু সফটওয়ার টি তে ওপেন হবে।
এখন Ctrl+Shift+A চাপুন।
তারপর নিচের  Delay বক্স এ ২০ লিখুন।

এখন File-Save অথবে ctrl+S চাপুন।
নিচের স্ক্রীন শট টি দেখুন।

আপনার ইচ্ছে মত নাম দিয়ে সেভ করুন।

এখন একটি কনভার্টার ইউস করে ভিডিও ফাইল থেকে Mp3 অথবা অডিও ফরমেটে সেভ করুন।

এখন আপনি যে মোবাইলে ভিডিও চালাতে চান সেটা তে লোড করুন।

Mp3 অথবা অডিও ফরমেটে সেভ গান টি প্লেয়ার এ এড করুন।
এখন গান টি প্লে করে আপনার তৈরী করা ভিডিও (এনিমেশন) টি view করুন।

এখন দেখুন কিভাবে  অডিও মোবাইলে ভিডিও চলছে।
আমি এই ট্রিক্স টি Symphony, sprint এই দুটি মোবাইলে করেছি।
ভালো লাগলে অবশ্য্ই কমেন্ট করবেন।

ফেইসবুকসহ অন্যান্য সাইটের বিরক্তিকর বিজ্ঞাপন দূর করুন

আস-সালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। অনেক বিজ্ঞাপন দেখতে আগ্রহি না হলেও বিভিন্ন সাইটে ভিজিট করতে গেলে দেখতে হয়। ফেইসবুকে, মিডিয়া ফায়ার ইত্যাদি সাইটগুলোতে তো আর কথায় নেই। আজ একটা এড অনস এর কথা বলবো। যেটা ব্যাবহার করলে আপনাকে আর বিজ্ঞাপনগুলো দেখতে হবে না।

> প্রথমে  এই  Link  ক্লিক করে Install বাটনে ক্লিক করে ইনস্টল করে ফেলুন।
> ইনস্টল করা হয়ে গেলে ব্রাউজার রিস্টার্ট দিন।
এবার দেখুন যেই সাইট ব্রাউজ করছেন সেই সাইটে এরিয়া ভিত্তিক বিজ্ঞাপন গুলো উধাও হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে, নিজে জানুন অন্যকে জানান.