Welcome To My Technology Blog

Md. Asadul islam: April 2012





Tuesday, April 24, 2012

মোবাইল ২ মোবাইল ভয়েস/ ভিডিও কল করুন একদম ফ্রী যে কোন দেশে


আমরা সবাই কম বেশি কম্পিউটার ২ কম্পিউটার ফোন করে থাকি SKYPE কিংবা yahoo messenger ব্যবহার করে ।
কিন্তু সব সময় তোঁ আর কম্পিউটার এর সামনে বসে থাকা যায় না কিংবা ধরেন বিদেশে আপনার পরিবারের কোন সদস্য থাকে তার সাথে আপনি ইচ্ছা করলেই যখন তখন কল করতে পারবেন না । কারন বাংলাদেশ থেকে ফোন করতে গেলে কয়েকটা দেশ বাদে সব দেশেই অনেক বেশি টাকা কাটে বিশেষ করে আমাদের দেশ থেকে বেশির ভাগ লুকই থাকে মদ্ধপ্রাচ্ছে আর মদ্ধপ্রাচ্ছের কোন দেশে কথা বলতে গেলেই কমপক্ষে ২০ টাকা মিনিটে গুনতে হয় কিন্তু আপনি একসাথে কিছু টাকা খরছ করলেই অনেক কম মুল্যে হাজার মিনিট  কথা বলতে পারবেন প্রতি মাসে ।
আমি এতক্ষণ যে জিনিসটার কথা বলতে চাইতেছি তা হল মোবাইলের ১টি application যার নাম FRING  এই দারা কল করলে এত ক্লিয়ার হয় যে তা গ্রামীন ফোন কেও হার মানিয়ে যাবে । আর সবচেয়ে আনন্দের বিষয় হল ইন্টারনেট স্পীড অনেক কম থাকলেও এটি দিয়ে কল করা যায় আপনার ইন্টারনেট স্পীড মাত্র ৫ Kbps থাকলেই আপনি কথা বলতে পারবেন জা কিনা অন্য কোন software দারা সম্ভব নয় । আর সবচেয়ে মজার বেপার হল এটি দিয়ে কল করলে bandwith অনেক কম খরছ হয় ১ মেগাবাইট হলে আপনি প্রায় ৫/৬ মিনিট কথা বলতে পারবেন অর্থাৎ প্রতি ঘণ্টায় আপনার খরচ হবে মাত্র ১০ মেগাবাইট আর যদি আপনি ১ জিবি প্যাকেজ নেন তাহলে মাসে আপনি প্রায় ৫/৬ হাজার মিনিট ভয়েস কল করতে পারবেন । তাহলে একবার ভাবুন এত কম মুল্যে আপনাকে এত কথা বলার সুজুগ কে দিবে । আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সবাইকে অনুরুধ করব মাত্র একবার ট্রাই করে দেখেন । তখন আপনি নিজেই অবাক হয়ে জাবেন । আমি নিজে এর ভুক্তভুগি তাই আমি এটা আপনাদের মাঝে শেয়ার করলাম । আর ভিডিও কলের কথা আমি বললাম না কারন আমি ভিডিও কল করি নাই কারন আমার সেট দিয়ে ভিডিও কল করা যায়না । তোঁ এখনি রেডি হয়ে যান ফ্রী কল করার জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে যার যার সেটের উপজুগি ভার্সন তা DOWNLOAD করে ইন্সটল করে নিন । তারপর একটি ID বানিয়ে নিন ।
সফটওয়্যার টি simbian s60 সিরিজ সেটের জন্য যেমন নকিয়া n73/6120/ all E series .

LINK FOR DOWNLOAD

Software টা আপনি OVI তে পবেন।

কল করার জন্য জা করতে হবে প্রথমে আপনার সেটে ফ্রিং চালু করুন এরপর net কানেকশন চাইবে নেট কানেকশন দিন এরপর ID password দিয়ে লগিন করুন সেখানে আপনার মোবাইল সেটের contact দেখতে পাবেন আপনি কারো ফ্রিং আই ডি add করার জন্য option এ যান নিচে Manage buddies  নামে ১ টি option পাবেন সেখানে ok করুন এবং দেখবেন আপনার সেটের ফোন contact দেখাচ্ছে এখানে মোবাইলের ডান দিকের নিচের কোনায় দেখবেন other লেখা আছে other সিলেক্ট করুন এবং সেখানে আপনার কাঙ্খিত ফ্রিং Id লেখুন এরপর add করুন দেখবেন আপনার কাঙ্খিত
Id টা add হয়ে গেছে সে যদি অনলাইনে থাকে তাহলে তার আই ডির ফ্রিং লোগো টা সবুজ দেখাবে তাকে কল করার জন্য তার নামের উপর এনে Send বাটন চাপুন দেখবেন কল হচ্ছে এবং আপনার মোবাইল এ টুট টুট সব্দ হচ্ছে ।
তাছাড়া এই ফ্রিং দারা yahoo/Msn live/ICQ/SIP Google talk/AIM/ Twitter ইত্যাদি চ্যাঁট করতে পারবেন এবং ইয়াহু ও google talk এ কল করতে পারবেন । এবং মোবাইল থেকে কম্পিউটার এ ইয়াহু কল করতে পারবেন।

ব্লুটুথ দিয়ে হ্যাক করুন যেকারো মোবাইল !

আজকে আমি আপনাদের এমন একটি জাভা সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দেবো যার ব্যাবহার জানার পরে আপনি আর কখনোই অকারনে ব্লুটুথ অন করার সাহস পাবেন না ।অনেকেই হয়তো সফটওয়ারটি ব্যাবহার করছেন বা করেছেন । কিন্তু অনেকেই এখনো এটির সম্পরকে জানেন না । যারা জানেন না তাদের জন্যি আমার এই টিউন । সফটওয়ারটির নাম SUPER BLUETOOTH HACK.
এটি দিয়ে যা যা করতে পারবেন :-
১ . এই সফটওয়ার দিয়ে আপনি ব্লুটুথ ওপেন থাকা যে কোন মোবাইলের কল লিস্ট,ইনবক্স,ফোনবুক চেক করতে পারবেন।
২ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের ডায়াল আপ নিয়ন্ত্রন করতে পারবেন।মানে আপনি আপনার মোবাইল থেকেই নির্দিষ্ট করে দিতে পারবেন।
৩ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের মেসেজ অপশন ও নিয়ন্ত্রন করতে পারবেন।মানে আপনি যে কোন কাউকে মেসেজ পাঠাতে পারবেন ঐ ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের নাম্বার থেকে।যা অত্যন্ত ভয়ানক কেননা যদি ঐ ব্লুটুথ ওপেন থাকা ব্যাক্তি রবি সীম ব্যাবহার করে তাহলে খুব সহজেই অন্য রবি নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
৪ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটের মধ্যে থাকা সীমের নাম্বার জানতে পারবেন।
৫ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটের ব্যাটারি ইনফোরমেশন জানতে পারবেন।
৬ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটকে আপনার সেট থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রন করতে পারবেন।আপনার সেট থেকেই ঐ ব্লুটুথ ওপেন করা, সেটের মিউজিক শুনতে পারবেন,গান চেন্জ করতে পারবেন ;এক কথায় পুরোপুরি নিযন্ত্রন।
এগুলো ছাড়াও আরো অনেক ব্যাবহার আছে । পুরোটা নিয়ে এখানে আলোচনা নাই বা করলাম ;) । তবে উল্লেখ্য যে সব অপশন সব সেটে কাজ নাও করতে পারে । এটা মূলত নির্ভর করে য়াপনার এবং ব্লুটুথ ওপেন থাকা সেটের ওপর ।
সফটওয়ারটির ডাউনলোড করুন এখান থেকে । ধন্যবাদ.

ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন …ওয়াইম্যক্স মডেম দিয়ে, আনলিমিটেড ডাউনলোড.


খুব সহজে বলতে হলে, আপনার অ্যাকাউন্ট যদি "suspended" হয়ে থাকে তাহলে আপনি আর ব্যাবহার করতে পারবেন না।
তবে, আপনি যদি প্রিপেড গ্রাহক হন, এবং আপনার কার্ড-এর "usage limit"  যদি শেষ হয়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্ট-টি
ঠিকই "connect" হবে, কিন্তু আপনি কোন ইন্টারনেট পাবেন না। এর বদলে, "Qubee" ওদের একটি পেজ-এ নিয়ে যাবে। এমতাবস্থায়, আপনি নিচের দাওয়া সফটওয়্যার ব্যাবহার করে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
অথবা, আপনি যদি পোস্টপেড গ্রাহক হন, কিন্তু আপনার বিল ঠিক সময়ে না পরিশোধ করায়, আপনার মডেম connect  হবে, কিন্তু আপনি কোন ইন্টারনেট পাবেন না। এর বদলে, "Qubee" ওদের একটি পেজ-এ নিয়ে যাবে। এমতাবস্থায়, আপনি নিচের দাওয়া সফটওয়্যার ব্যাবহার করে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
আপনি যদি Banglalion গ্রাহক হন এবং আপনি উপরোক্ত অবস্থায় থাকেন, তাহলে নিচের সফটওয়্যার-টি কাজ করবে।



*এটি উভয়  prepaid ও postpaid গ্রাহক-রা ব্যবহার করতে পারবেন।
প্রথমত, আমি বাংলা খুব একটা লিখি না তাই ভুল ভ্রান্তি মাফ করবেন। দ্বিতীয়ত, আমি এটি করার জন্য অনেক কষ্ট করেছি, তাই দয়া করে ধন্যবাদ দিলে খুশি হবো এবং আপনি যদি আপনার ব্লগে আবার পোস্ট করেন, তাহলে দয়া করে আমার নাম লিখবেন।
আমি এই পদ্ধতিতে গত ৬ মাস ধরে ইন্টারনেট ব্যাবহার করছি কোন বিল না দিয়ে এবং কোন সমস্যা ছাড়া। (যদিও ইন্টারনেট ব্রাওজিং মাঝে মাঝে একটু সমস্যা দেয়, Youtube video ও  যে কোন ডাউনলোড অস্বাভাবিক ভালো। এখন আপনিও করতে পারেন। এই পদ্ধতিতে আপনি নিম্নে ৫১২ কেবিপিএস এবং সরবচ্চ ১/২ এমবিপিএস পাওয়া সম্ভব। এটি আপনার RSSI এবং CINR Signal Strength এর উপর নির্ভর করে।
এখানে কি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত একদম নিচে লেখা আছে।
প্রথমে এই লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে রেখে দিন। আমাদের এটি পরে লাগবে।
Qubee Hack
Password: qubee
১। প্রিপেড গ্রাহকদের জন্য নিয়মাবলী
দয়া করে, এই নিম্নে লেখা কিছু করার আগে, আপনার নিজ নিজ username ও password সংরক্ষিত করে রাখুন।
ক। আপনার যদি USB মডেম থাকে, তাহলে আপনার মডেম অপশন-এ গিয়ে
Username: qubee@qubee.com.bd  ও Password: prepaid

লিখে Connect বতাম ক্লিক করুন।
এইবার আপনি যদি কোন ইন্টারনেট ব্রাউজার খুলে, যে কোন ওয়েবসাইট-এ জান, আপনার সেই ওয়েবসাইট না এসে আপনাকে বিল দাওয়ার জন্য একটি পেজ আসবে।
(এরপর “গ” থেকে পরুন)
অথবা
খ। আপনার যদি বড় Gigaset মডেম থাকে, তাহলে, আপনার ইন্টারনেট ব্রাউজার খুলে, নিম্নের এই অ্যাড্রেসে যান,
http://192.168.3.1/
তারপর OK ক্লিক করুন।
“Advanced Settings” ক্লিক করুন
তারপর, “Wimax Configuration” ক্লিক করুন
তারপর,
Username: qubee@qubee.com.bd  ও Password: prepaid

লিখে OK  বতাম ক্লিক করুন।
এবার, “Administration” ক্লিক করে “restart” ক্লিক করুন,
তারপর, প্রতিবার “OK” চাপ দিয়ে, আপনার মডেম,  restart ও connect হবার জন্নে ২ মিনিট সময় দিন।
এইবার আপনি যদি কোন ইন্টারনেট ব্রাউজার খুলে, যে কোন ওয়েবসাইট-এ জান, আপনার সেই ওয়েবসাইট না এসে আপনাকে বিল দাওয়ার জন্য একটি পেজ আসবে।
(এরপর “গ” থেকে পরুন)
গ। এইবার পুরবে ডাউনলোড করা ফাইলটি extract করুন
“Qubee Hack” আইকনটি “Right-click” করে “Run As Administrator” ক্লিক করে “continue” বা “Yes” চাপুন।
এরপর আবার “yes” চাপুন।
এবার Task Bare হাতের ডান দিকে নিচে দেখতে পাবেন একটি লাল রঙের আইকন, এটি “Double-click” করুন এবং “Unblock” বা "Allow access" চেপে “yes” চাপুন।
এরপর একটি window আসবে, যেটি পরলে বুঝবেন যে Connect হচ্ছে।
আপনার এখন কিছু করতে হবে না, যখন window-টি, একাই নিচে চলে যাবে, আপনি “connected” হয়ে গিয়েছেন।
এখন আপনার ব্রাউজার বা “torrent” খুলে internet browse বা download শুরু করুন।
২। Postpaid গ্রাহকদের জন্য নিয়মাবলী
যেহেতু Postpaid গ্রাহক রা একবার বিল দিলে সারা মাস চলে। আপনাদের নিয়মটা হাল্কা ভিন্ন।
সাম্নের মাসে আর বিল দিবেন না, তারপর দেখবেন ১০-১৫ দিন পর আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং আপনি কোন ওয়েবসাইট-এ গেলে আপনাকে বিল দাওয়ার একটি পেজ-এ নিয়ে জাচ্ছে।
এই অবস্থা থেকে আপনি, “গ”-এর নিয়মাবলী অনুসরণ করুন এবং আর বিল দাওয়া পুরোপুরি বন্ধ করুন।
অথবা,
আপনার অ্যাকাউন্ট যদি পুরোপুরি "suspended" হয়ে থাকে, বা "connect"-ই না হয়, তাহলে
"প্রিপেড" গ্রাহকদের নিয়মাবলী অনুসরণ করুন।
শেশ কথাঃ
কোন সমস্যা হলে, নিচে লিখুন এবং আমি সাহায্য করবো।
খুব ছোট করে বলতে হলে,
আপনাকে Qubee বিল দাওয়ার পেজ-টি, captive firewall, দিয়ে করে। এর জন্য udp protocol-এ port 53 খোলা রাখতে হয়, আর আমি খুব simply সব internet traffic udp 53 দিয়ে নিচ্ছি, আর তাই আপনি ইন্টারনেট পাচ্ছেন।

আমি নিজে Qubee পোস্টপেড ব্যাবহার করি।

* 32-bit user-রা   যারা "connected" 
পাচ্ছেন কিন্তু, ব্রাউজার খুললে "server not found" পাচ্ছেন, তাদের জন্য একটি অস্থায়ী শমাধান দাওয়া হোল। 
এটি ডাউনলোড করে extract করুন। তারপর "Reinstall Tap Driver" Right-click করে, "Run as Administrator"-এ ক্লিক করুন। এরপর, আবার লাল রঙের "Qubee hack" আইকনটি double-click করে, connect করুন।
64-bit user-রা এটি ডাউনলোড করুন। 
 এটি ডাউনলোড করে extract করুন। তারপর "Install" Right-click করে, "Run as Administrator"-এ ক্লিক করুন। এরপর, আবার লাল রঙের "Qubee hack" আইকনটি double-click করে, connect করুন।

কোন সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন। ধন্যবাদ. 

ফ্রিতে Apple ID খোলার নিয়ম ।

আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে Apple ID বিনামূল্যে খুলতে হয় । তাই কথা না বাড়িয়ে কাজে চলে যাই ।
১। iTunes ইনস্টলঃ
Apple ID খোলার জন্য প্রথমে আপনাকে iTunes এর প্রয়োজন পড়বে।
** iTunes ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
** ডাউনলোড শেষে কম্পিউটারে iTunes টি ইন্সট্ল করে নিন।
২। iTunes চালু করে iTunes Store এ ক্লিক করুন।
http://i.imgur.com/jlu07.png
৩। App Store ক্লিক করার পর Free Apps এ যে কোন app এর উপর মাউস রাখলে Free  লিখাতে ক্লিক করুন ।
http://www.imageguru.net/images/2012032723.png

৪। আইটিউনস এ আপনাকে সাইন-ইন করার জন্য বলা হবে। আপনি Create New Account এ ক্লিক করুন।
http://www.imageguru.net/images/aa.png
৫।Continue এবং Agree বাটনে ক্লিক করুন।
http://www.imageguru.net/images/5eoe.png
৬।Agreement পেপারে যথাক্রমে ক্লিক করুন
http://www.imageguru.net/images/6wvw.png
৭। সঠিক তথ্যাদি দিয়ে ফরমটি ফিলাপ করুন এবং Continue তে ক্লিক করুন।
পাসওয়ার্ডে কমপক্ষে একটি বড়হাতের অক্ষর একটি ছোটহাতের অক্ষর এবং নম্বর থাকতে হবে, আর পাসওয়ার্ডটি অবশ্যই ৮ অক্ষরের হতে হবে। যেমন ঃ  AlokitoBD2012$()
http://www.imageguru.net/images/7.png
৮। Payment Type থেকে None এ ক্লিক করুন এবং Billing Address গুলি নিচের স্কিনশর্টটির মত লিখুন (শুধুমাত্র নামের জায়গায় আপনার নাম লিখুন)। এবং সবশেষে Create Apple ID তে ক্লিক করুন।
http://www.imageguru.net/images/8pop.png
৯। আল্লাহর রহমতে  সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে আপনার E-Mail এড্রেসটি Verification করতে বলা হবে।
http://www.imageguru.net/images/9.png
১০। আপনার ই-মেইল একাউন্টে প্রবেশ করুন এবং Apple থেকে মেইলটি ওপেন করে Verify Now > তে ক্লিক করুন।
http://www.imageguru.net/images/10knk.png
১১। ইমেইল এড্রেসটি যাচাই করতে আপনাকে লগ-ইন করতে বলা হবে। আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে লগিন করুন।সফলভাবে লগ-ইন হলে Email Address Verified ম্যাসেজ দেখাবে। Return to the Store এ ক্লিক করুন
http://www.imageguru.net/images/11.png
১২।কিছুক্ষণের মধ্যেই আপনাকে iTunes এ ফিরিয়ে নিয়ে যাওয়া হবে
http://www.imageguru.net/images/capturlvl.jpg
এখন আপনি আপনার ইন্সটলকৃত iTunes দ্বারা ID এবং Password দিয়ে লগিন করুন ।
১৩। এখন আপনি আপনার সদ্য তৈরীকৃত Apple ID দিয়ে iTunes থেকে ইচ্ছামত ফ্রি এপ্লিকেশনগুলি ডাউনলোড করতে পারবেন।

আপনার বাংলালিংকের ফ্রী মোডেমে অন্যান্য অপারেটরের সংযোগ ব্যবহার করতে চান?

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভাল আছেন। পোস্ট টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন যে এখানে কিসের সম্পর্কে লেখা হয়েছে। বাংলালিংকের ফ্রী মোডেম অফারটা নেওয়ার ইচ্ছা অনেকেরই হয়ত আছে। কিন্তু চিন্তার ব্যাপার ২৭৫০/- টাকা দিয়ে কেনা মোডেমটা যদি বাংলালিংকের সংযোগ ছাড়া ব্যাবহার করতে না পারি তাহলে কি হবে? অন্যান্য মোডেমের মত এটাকেও আনলক করে নিলেই হয়! তাই নয় কি? তাহলে প্রথমেই ডাউনলোড করে নিন এই ২.৮৯ মেগা বাইটের সফ্‌টওয়্যারটি।
এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
ডাউনলোড করা শেষ এবার আসুন দেখি কিভাবে একে কাজে লাগাবঃ
০১. প্রথমে রার ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিন।

০২. এবার dccrap.exe ফাইলটি রান করুন।

০৩. আপনার মডেমের মেনুফ্যাকচারার নির্বাচন করুন।

০৪. স্ক্যান আইকনে ক্লিক করুন।

০৫. আপনার মডেমের লক/আনলক স্ট্যাটাস দেখতে পারবেন।

০৬. Unlocking এ ক্লিক করুন।

০৭. এই জাতীয় একটি কনফার্মেশন মেসেজ দেখতে পারবেন।

ব্যাস্‌ আপনার মডেম আনলক্‌ড। এখন ইচ্ছা মত অপারেটরে ব্যবহার করুন। এই ছবিতে দেখুনঃ

অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারের জন্য ডায়াল আপ কানেকশন তৈরি করে ব্যাবহার করুন। সকল বাংলাদেশী জিএসএম অপারেটরের ডায়ালিং নাম্বার *99# ; এক্সেস পয়েন্টঃ (APN) গ্রামীণফোন=gpinternet, বাংলালিংক=blweb, এয়ারটেল=internet, রবি=internet, টেলিটক=gprsunl
জানিনা আপনাদের কার কেমন লাগবে? তবে আপনাদের কাছে গঠন মূলক মন্তব্য আশা করছি সেই সাথে আরো একটি ব্যাপারে বলতে চাইঃ আপনার এলাকায় বাংলালিংকের নেটওয়ার্ক EDGE কিনা তা যাচাই করে নিবেন। আমার জানা মতে সম্পুর্ন ঢাকাও EDGE এর আওতাধীন নয়। যাচাই করার জন্য যা করতে পারেন তা হল এক. বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন। দুই. EDGE সাপোর্ট করে এমন মোবাইল ফোন দিয়ে চেক করতে পারেন। (উদাহরন স্বরুপঃ NOKIA 2700 classic) আমি আমার এলাকায় নেটওয়ার্ক চেক করে ও বাংলালিংকের ১গিবা ব্যাবহার করে ঢাকার বিভিন্ন জায়গায় দেখেছি যখোন EDGE এর আওতায় থাকে তখোন 236Kbps (29.5KBps) পর্যন্ত ওঠে। গতি শুধু নেটওয়ার্ক নয় ওয়েব সাইটের সার্ভারের উপরও নির্ভর করে। তবে আপনি গড়ে ২৫কিলোবাইট প্রতিসেকেন্ড ডাউনলোড পাবেন আশা করছি (যদি EDGE নেটয়ার্কের ভিতরে থাকেন।) সবাই সুস্থ থাকুন ভাল থাকুন, এই কামনায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।

মোবাইল ও কম্পিউটারে Youtube Facebook সহ যে কোন Link থেকে Video Download করুন কোনো সফটওয়্যার ছাড়াই!!

সহ যে কোন link থেকে video download করুন কোনো সফটওয়্যার ছাড়াই!!
আমি অনেক দিন ধরে এই  পদ্ধতিতে ইউটিউবের বিভিন্ন ভিডিও
 নিজের মোবাইলে ডাউনলোড করে আসছি। তো চলুন দেখে নিই কীভাবে কী করতে হবে -
(1) www.youtube.com এ খুলুন
(2) আপনার ভিডিও লিংক কপি করুন
(3) www.savevid.com খুলুন
(4) URL এ আপনার YouTube লিঙ্ক paste করুন
তারপর Download এ ক্লিক করুন
আর enjoy.............................. করুন।
যে কোন সমস্যা আমাকে ফোন করতে পরেন। ধন্যবাদ

Professional দের মত DVD তৈরি করুন


আজ আমি আপনাদের সাথে ১ টা Softwere শেয়ার করব যা দিয়ে আপনি বাজারে যে রকম তৈরী করা ডিভিডি পান সে রকম ডিভিডি নিজেই বানাতে পারবেন। মানে ১ টা ডিভিডিতে ৪,৫ টা মুভি রাইট করতে পারবেন এবং মেনু, টাইটেল দিতে পারবেন আপনার মনের মত করে।
Software টির নাম হল 
ImTOO DVD Creator

আসুন দেখি Softwere টি চালাতে কি ধরনের কনফিগারেশন লাগে…


OS : *****soft® Windows XP (SP2 or later), Windows Vista, Windows 7
Processor : 1GHz Intel/AMD processor or above
RAM : 256MB RAM (512MB or above recommended)
Free Hard Disk : 80MB space for installation
Graphics Card : Super VGA (800×600) resolution, 16-bit graphics card or higher
Others : Recordable DVD drive
এবার আসুন দেখি কি কি ধরনের ফাইল ইনপুট করে
Input File Formats Supported
Video 3GP, 3G2, ASF, AVI, DAT, DV, VOB, FLV, MP4, MKV, DVS(R)-MS, MPG, MPEG, TS, MOV, RM, RMVB, WMV, NSV, M2TS, MTS
Audio AAC, AIFF, AC3, APE, AU, FLAC, MPA, MP2, MP3, MP4, M4A, OGG, RA, RAM, WAV, WMA, AIF
Subtitle SRT
Image BMP, JPG, JPEG, PNG, TIFF, SVG
এবার আসল কাজ শুরু করি। 

প্রথম Software টি ডাউনলোড করুন  
এই Link  থেকে। সেটাপ করুন। keygen দেয়া আছে Softwere এর সাথে। তাই দেরি না করে registered করে ফেলুন Softwere টি। কোন সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন।

যত খুশি তত ফ্রী এসএমএস পাঠাতে চান ?

ফ্রী এসএমএস পাঠাতে চান ? অনেক ত ঘাটা ঘাটী  করলেন। কিছু কাজ করে আবার  কিছু কাজ করে না। কাজ করলাও অনেক ঝামেলা। Registration করতে হয়। থাক আর চিন্তা  করতে হবে না। আমি আছি  না? আমি যে  লিঙ্ক দিলাম এই  টা  থেকে Unlimited পরিমান এসএমএস করা যাবে  যে কোন দেশ এ। তাও ফ্রী। আর সবছে বড়   বেপার  কোন Registration করতে হবে না। শুধু সাইট এ জাবেন। country select করবেন।  যাকে পাঠাবেন তার মোবাইল number দিবেন। এসএমএস লিখে Captcha লিখে Send করবেন। SMS LINK কোন সমস্যা হলে আমাকে ফোন করতে পরেন।