Welcome To My Technology Blog

ভাইরাসের কারনে আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা দেখে নিন, কাজে লাগতেও পারে





Wednesday, November 23, 2011

ভাইরাসের কারনে আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা দেখে নিন, কাজে লাগতেও পারে


সবাই কেমন আসেন আশা করি ভালই আসেন


ভাইরাস কে চিনিনা এমন মানুষ খুব কম আছে। ভাইরাস এর কারনে pc অনেক সমস্যা হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বেশী যে সমস্যা যেটা হয় তা হল কিছু দিন পর পর pc তে windows সেটআপ দিতে হয়। তাই এটা থেকে মুক্তির একটা ছোটো tips  আপনাদের সাথে share করছি windows সেটআপ দেবার আগে এই টিপস টি একটু পরখ করে নিন কাজে লাগতেও পারে। ভাইরাসের কারনে যদি আপনার কম্পিউটারের কোন সিস্টেম ফাইল নষ্ট হয়ে যায়, তখন উইন্ডোজ চলতে বাধাগ্রস্হ হয় এবং আপনার যদি অরিজিনাল উইন্ডোজ ফাইলগুলিকে ফিরিয়ে আনা দরকার হয়ে পড়ে এজন্নে আপনি প্রথম start মেনু তে যান এইবার টাইপ করুন run এইবার run মেনু তে টাইপ করুন sfc /scannow এখন windows xp ডিস্ক ঢুকান

উইন্ডোজ সব ফাইলগুলি কে চেক করবে (মিসিং, করাপ্টেড ইত্যাদি) এবং সেগুলিকে অরিজিনাল ফাইল দিয়ে রিপ্লেস করবে। কাজেই আপনার উইন্ডোজ আবার ফ্রেশ বা ক্লীন হয়ে যাবে (আশা করা যায়)
আপনার pc ফরম্যাট দেবার দরকার হলে আগে এই টিপস টি একটু দেখে নিবেন

No comments:

Post a Comment