Welcome To My Technology Blog

চুরি হয়ে যাওয়া ল্যাপটপ/মোবাইল এবং চোরকে কিভাবে খুঁজে পাবেন?





Wednesday, May 2, 2012

চুরি হয়ে যাওয়া ল্যাপটপ/মোবাইল এবং চোরকে কিভাবে খুঁজে পাবেন?

আসালামুওয়ালাইকুম সবাইকে, আমাদের দৈনন্দিন জীবনে ল্যাপটপ/নোটবুক বিভিন্ন কাজে ব্যাবহার করি। আমাদের অতি প্রয়োজনীয় তথ্য, ছবি, ভিডিও ইত্যাদি রাখি। তখন কি হবে যখন সেই ল্যাপটপটিকে আপনি হারিয়ে ফেলবেন অথবা, কেউ চুরি করে ফেলবে। তাই আপনাদের জন্য আমার এই পোস্ট।
প্রে-প্রজেক্ট একটি সফটওয়্যার এবং অনলাইন ট্র্যাকিং টুল যা কিনা আপনাকে এই চিন্তা থেকে মুক্তি দিবে, এবং আপনাকে আপনার হারিয়ে যাওয়া ল্যাপটপ/আইফোন/এন্ড্রোয়েড মোবাইল খুঁজে দিতে সাহায্য করবে। এমনকি জিপিএস্‌, ওয়েবক্যাম ব্যাবহার করে আপনি অপরাধীকে সনাক্ত করতে পারবেন।

ব্যাবহারবিধিঃ
১. আপনাকে সফটওয়্যারটি আপনার ল্যাপটপ/আইফোন/এন্ড্রোয়েড ইন্সটল করতে ডাউনলোড লিঙ্কে ক্লিক করুনঃ http://preyproject.com/
২. এখন প্রে-প্রোজেক্ট সাইটে রেজিস্টার করুন।
৩. কি কি সুবিধা পাবেনঃ http://preyproject.com/#description
৪. ভিডিও ইন্সট্রাকসনঃ http://vimeo.com/18728980
আপনি ভিডিও ইন্সট্রাকশন ফাইল থেকে এর ব্যাবহারবিধি জেনে নিতে পারবেন অতি সহজেই।
আশা করি এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ …

No comments:

Post a Comment