Welcome To My Technology Blog

ফ্রিতে Apple ID খোলার নিয়ম ।





Tuesday, April 24, 2012

ফ্রিতে Apple ID খোলার নিয়ম ।

আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে Apple ID বিনামূল্যে খুলতে হয় । তাই কথা না বাড়িয়ে কাজে চলে যাই ।
১। iTunes ইনস্টলঃ
Apple ID খোলার জন্য প্রথমে আপনাকে iTunes এর প্রয়োজন পড়বে।
** iTunes ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
** ডাউনলোড শেষে কম্পিউটারে iTunes টি ইন্সট্ল করে নিন।
২। iTunes চালু করে iTunes Store এ ক্লিক করুন।
http://i.imgur.com/jlu07.png
৩। App Store ক্লিক করার পর Free Apps এ যে কোন app এর উপর মাউস রাখলে Free  লিখাতে ক্লিক করুন ।
http://www.imageguru.net/images/2012032723.png

৪। আইটিউনস এ আপনাকে সাইন-ইন করার জন্য বলা হবে। আপনি Create New Account এ ক্লিক করুন।
http://www.imageguru.net/images/aa.png
৫।Continue এবং Agree বাটনে ক্লিক করুন।
http://www.imageguru.net/images/5eoe.png
৬।Agreement পেপারে যথাক্রমে ক্লিক করুন
http://www.imageguru.net/images/6wvw.png
৭। সঠিক তথ্যাদি দিয়ে ফরমটি ফিলাপ করুন এবং Continue তে ক্লিক করুন।
পাসওয়ার্ডে কমপক্ষে একটি বড়হাতের অক্ষর একটি ছোটহাতের অক্ষর এবং নম্বর থাকতে হবে, আর পাসওয়ার্ডটি অবশ্যই ৮ অক্ষরের হতে হবে। যেমন ঃ  AlokitoBD2012$()
http://www.imageguru.net/images/7.png
৮। Payment Type থেকে None এ ক্লিক করুন এবং Billing Address গুলি নিচের স্কিনশর্টটির মত লিখুন (শুধুমাত্র নামের জায়গায় আপনার নাম লিখুন)। এবং সবশেষে Create Apple ID তে ক্লিক করুন।
http://www.imageguru.net/images/8pop.png
৯। আল্লাহর রহমতে  সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে আপনার E-Mail এড্রেসটি Verification করতে বলা হবে।
http://www.imageguru.net/images/9.png
১০। আপনার ই-মেইল একাউন্টে প্রবেশ করুন এবং Apple থেকে মেইলটি ওপেন করে Verify Now > তে ক্লিক করুন।
http://www.imageguru.net/images/10knk.png
১১। ইমেইল এড্রেসটি যাচাই করতে আপনাকে লগ-ইন করতে বলা হবে। আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে লগিন করুন।সফলভাবে লগ-ইন হলে Email Address Verified ম্যাসেজ দেখাবে। Return to the Store এ ক্লিক করুন
http://www.imageguru.net/images/11.png
১২।কিছুক্ষণের মধ্যেই আপনাকে iTunes এ ফিরিয়ে নিয়ে যাওয়া হবে
http://www.imageguru.net/images/capturlvl.jpg
এখন আপনি আপনার ইন্সটলকৃত iTunes দ্বারা ID এবং Password দিয়ে লগিন করুন ।
১৩। এখন আপনি আপনার সদ্য তৈরীকৃত Apple ID দিয়ে iTunes থেকে ইচ্ছামত ফ্রি এপ্লিকেশনগুলি ডাউনলোড করতে পারবেন।

No comments:

Post a Comment